ছেলে ধরা সন্দেহে তুলকালাম হুগলির তারকেশ্বর। পুলিসকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় ওপর আগুন জ্বালালো জনতা। বিক্ষোভ সামাল দিতে টিয়ার গ্যাসের শেল ফাটায় পুলিস। ছেলে ধরা সন্দেহে তারকেশ্বর থানার মির্জাপুর শিবতলা এলাকায় পাঁচজনকে আটক করে গ্রামবাসী। একজন পলাতক। অভিযোগ স্থানীয় দুই শিশুকে লজেন্সের লোভ দেখিয়ে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল তারা। এলাকায় কাগজ ও প্লাস্টিক কুড়িয়ে একটি ম্যাটাডোর গাড়িতে নিয়ে যাচ্ছিল অভিযুক্ত ব্যক্তিরা। আটক ব্যক্তিদের উদ্ধার করতে গেলে পুলিসকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসী। আটকদের ম্যাটাডোর ভাঙচুর করা হয়। গাড়ির মধ্যে থাকা প্লাস্টিক সহ অন্যান্য জিনিস রাস্তার উপর জ্বালিয়ে দেয়। মহিলা সহ পাঁচজনকে একটি ঘরে কোনও রকমে সুরক্ষিত রাখার চেষ্টা করে পুলিস। পাশাপাশি বেশ কয়েকটি থানা থেকে আনা হয় পুলিস বাহিনী। ফায়ার ব্রিগেডের জলের সঙ্গে ছোড়া হয় টিয়ার গ্যাসের শেল। এলাকা ফাঁকা হলে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মহিলা সহ পাঁচজনকে। উদ্ধার করার সময় পুলিসকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে গ্রামবাসীরা।