ক্রাইম জেলা

বনগাঁয় শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রাথমিক শিক্ষক

এক স্কুল শিক্ষিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বনগাঁয় ৷ পুলিশের কাছে ওই শিক্ষিকা অভিযোগ দায়ের করার পর বুধবার রাতে অভিযুক্ত স্কুল শিক্ষক অর্পণ তরফদারকে গ্রেফতার করা হয় ৷ বৃহস্পতিবার তাকে নিজেদের হেফাজতে চেয়ে বনগাঁ আদালতে পেশ করেছে পুলিশ। বিচারক তাঁকে ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷ অভিযুক্ত পেট্রাপোল থানার হরিদাস পুরের বাসিন্দা। পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক সে। বুধবার তাকে পেট্রাপোল এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। অর্পণের সঙ্গে বনগাঁর বাসিন্দা ওই অভিযোগকারিণী স্কুল শিক্ষিকার দীর্ঘদিনের পরিচয়। একসঙ্গে ওই স্কুল শিক্ষিকা ও অভিযুক্ত পড়াশোনা করতেন। এক সময় তাদের সম্পর্ক গড়ায় ভালোবাসায় ৷অভিযোগ, সেই সময়কালে অভিযোগকারিণী শিক্ষিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছে অভিযুক্ত অর্পণ। কথা দিয়েছিল চাকরি পাওয়ার পর শিক্ষিকাকে বিয়ে করবে। কিন্তু প্রাথমিক স্কুলে চাকরি পাওয়ার পর বিয়ের প্রসঙ্গ এড়িয়ে যেতে শুরু করে অর্পণ। আরও অভিযোগ, সম্প্রতি ওই শিক্ষিকা বিয়ে করার কথা বললে বেঁকে বসে সে। নিরুপায় হয়ে পরবর্তীতে বনগাঁ থানার দারস্থ হন ওই শিক্ষিকা। চলতি মাসের ১৫ তারিখে অর্পণের বিরুদ্ধে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ পেয়ে অর্পণকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে, অর্পণের দাবি, তাদের মধ্যে শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক ছিল। তাকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে। ধৃতের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করে নিজেদের হেফাজতে চেয়ে বৃহস্পতিবার বনগাঁ আদালতে পেশ করেছে পুলিশ। বিচারক তাকে ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷