কলকাতা

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই সবজির দাম কমাতে তৎপরতা, তড়িঘড়ি বাজার পরিদর্শনে টাস্ক ফোর্সের সদস্যরা

নবান্নে মূল্যবৃদ্ধি সংক্রান্ত বৈঠকে ১০ দিন সময় বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সাফ নির্দেশ, ১০ দিনের মধ্যেই কমাতে হবে সবজির দাম। আর সেই নির্দেশের পরেই তড়িঘড়ি বাজার পরিদর্শনে টাস্ক ফোর্সের সদস্যরা। সঙ্গে দেখা গেল এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারকি ও পুলিশকে। বুধবার কাঁকুরগাছির ভিআইপি মার্কেট পরিদর্শন করেন টাস্ক ফোর্সের কর্তারা। এই বিষয়ে টাস্ক ফোর্সের প্রধান রবীন্দ্রনাথ কোলে বলেন, ‘দাম বেড়েছে এটা বাস্তব। দাম কমানোর জন্যই আজ আমরা বেরিয়েছি। সঙ্গে রয়েছেন এনফোর্সমেন্টের আধিকারিকরা। রয়েছে ফুলবাগান থানার পুলিশও। কিন্তু দামটা বেড়েছে কেন, সেটাই এখন প্রশ্ন। সেটা সাধারণভাবে বেড়েছে, না ম্যান মেড, সেটাই জানার চেষ্টা চলছে। তবে আলুর দাম কমবেই, এতে কোনও সন্দেহ নেই।’ লাগাতার এই ধরনের পদক্ষেপ চলবে বলেও জানিয়ে দেন রবীন্দ্রনাথ কোলে।