এবার ভাড়া বৃদ্ধির দাবি জোরাল করল ট্যাক্সি সংগঠন। ভাড়া না বাড়ালে কলকাতায় ট্যাক্সি ধর্মঘটের হুঁশিয়ারিও দিয়েছে তারা। বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের হুঁশিয়ারি, ভাড়া না বাড়ালে ১২ অগাস্ট থেকে ৪৮ ঘণ্টার ট্যাক্সি ধর্মঘট হবে। তাদের দাবি, ভাড় বাড়িয়ে ট্যাক্সিতে উঠলেই দিতে হবে ৫০ টাকা। তারপর প্রতি কিলোমিটারে ভাড়া করতে হবে ২৫ টাকা। ট্যাক্সি সংগঠনের দাবি, তাদের ভাড়াবৃদ্ধির এই প্রস্তাব যুক্তিসঙ্গত। করোনাকালে সাধারণ মানুষের অসুবিধার কথা মাথায় রেখে তারা ট্যাক্সিতে উঠলে ৬০ টাকার পরিবর্তে ৫০ টাকা করার দাবি জানিয়েছে। অন্যদিকে, কয়েকমাস আগেই আগেই ভাড়া বাড়িয়েছে ওলা।জ্বালানি তেলের দাম বাড়ার কারণ দেখিয়ে একলাফে গত মাসেই ১৫ শতাংশ ভাড়া বাড়িয়েছিল অ্যাপ ক্যাব ওলা, উবর।