বিনোদন

পর্ন কাণ্ডঃ ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত রাজ কুন্দ্রার, অন্তর্বর্তী জামিন পুনম-শার্লিনের

পর্ন মামলায় রাজ কুন্দ্রাকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিল বম্বে হাইকোর্ট ৷ ফের একবার বড় ধাক্কা রাজ কুন্দ্রার। তৃতীয়বারও ম্যাজিস্ট্রেট কোর্টে রেহাই পেলেন না পর্নকাণ্ডে গ্রেফতার এই ব্যাবসায়ী। আজ রাজ কুন্দ্রার পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় তাঁকে ফের পেশ করা হয়েছিল ম্যাজিস্ট্রেট আদালতে। নিম্ন আদালত এদিন ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে শিল্পা শেট্টির স্বামীকে। মুম্বই ক্রাইম ব্রাঞ্চের তরফে রাজ কুন্দ্রার কাস্টডি চাওয়া হলে তা মঞ্জুর করেনি আদালত। আপতত জেলেই থাকতে হবে রাজ কুন্দ্রাকে। মঙ্গলবারই এই মামলায় মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে ও শার্লিন চোপড়াকে অন্তর্বর্তীকালীন জামিন দিল বম্বে হাইকোর্ট। আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে ও শার্লিন চোপড়ার বিরুদ্ধে কোনও চূড়ান্ত পদক্ষেপ করা হবে না। মঙ্গলবারই বম্বে হাইকোর্টে রাজের আইনজীবী তাঁর জামিনের আবেদন জানিয়েছেন। বুধবার উচ্চ আদালতে রাজের জামিনের শুনানি হওয়ার কথা। সেই মামলার শুনানি হবে আগামীকাল ৷