জেলা

ভাটপাড়ার ৬ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব সভাপতিকে লক্ষ্য করে গুলি

ফের ভাটপাড়ায় চলল গুলি। ভাটপাড়ার ৬ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব সভাপতি চন্দন দাসকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও তার হাতে গুরুতর চোট লাগে। কে বা কারা এই গুলি চালাল তা বুঝে উঠতে পারছেন না কেউই। তৃণমূল যুব সভাপতির দাবি কিছুদিন আগে তাকে লক্ষ্য করে একটি চিঠি ছোড়া হয়েছিল। সেই চিঠি হিন্দি ভাষায় লেখা ছিল।চিঠিতে তাকে হুমকি ধমকি দেওয়া হয়েছিল। তাকে লেখা হয়েছিল তিনি টাউনে এলে তাকে দেখে নেওয়া হবে। তৃণমূল যুব সভাপতি জানান গতকাল রাতে দুতিন জন বন্ধু মিলে বিরিয়ানি খাচ্ছিলেন সেই সময় বিকট একটি আওয়াজ পান তারপর তিনি অজ্ঞান হয়ে যান। জ্ঞান ফিরতেই তিনি বুঝতে পারেন তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। গুলি কোনো রকমে তার হাতের পাশ দিয়ে বেরিয়ে গিয়ে দেওয়ালে লাগে। ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।