খেলা

এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় ভারতের

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয়। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে ২-০ তে এগিয়ে গেল ভারত। এদিন সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রেয়াস আইয়ার এবং শুভমান গিলের ঝোড়ো সেঞ্চুরির ভিত্তিতে ৩৯৯ রান করে ভারত। লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ২৮.২ ওভারে ২১৭ রানে গুটিয়ে যায়।কেএল রাহুলের নেতৃত্বে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দখল করল ভারতীয় দল। এদিন টসে হেরে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট করতে নামে ভারত। ৫ উইকেটে ৩৯৯ রানের বিশাল স্কোর করে। ঋতুরাজ গায়কোয়াড়ের আউটের পর শুভমান গিলের সাথে শ্রেয়াস আইয়ার ইনিংসের হাল ধরেন। দুজনেই দ্বিতীয় উইকেটে ২০০ রানের জুটি গড়েন। গিল ১০৪ রান করে আউট হন এবং শ্রেয়াস ১০৫ রান করে আউট হন। ভারতীয় দল ৪০০ রানের টার্গেট দেয় অজিদের। সূর্যকুমার অপরাজিত ৭২ রানের ইনিংস খেলেন। তাও মাত্র ৩৭ বলে। ৬টি চার ও ছক্কা মেরে ভারতকে ৩৯৯ রানে পৌঁছে দেন তিনি। ক্যামেরন গ্রিনের ওভারে পরপর চারটি ছক্কা মারেন সূর্যকুমার যাদব। আর অশ্বিন ১৯ মাস পর ওডিআই দলে ফিরেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত পারফর্ম করলেন। ৭ ওভারে ৪১ রান দিয়ে ৩টি উইকেট নেন। মার্নাস ল্যাবুসচেন এবং ডেভিড ওয়ার্নারের মতো বিপজ্জনক ব্যাটসম্যানদের আউট করেন।পাহাড়প্রমাণ রান তাড়া করে জেতা অজিদের সাধ্যের বাইরে ছিল। বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ তথা নিয়মরক্ষার ম্যাচ ভারতের।