কলকাতা

সিগনালিংয়ের সমস্যার জেরে ২৭ মিনিট ধরে বন্ধ দমদম থেকে দক্ষিণেশ্বরের মেট্রো চলাচল

 সিগনালিংয়ের সমস্যার জেরে ২৭ মিনিট ধরে বন্ধ দমদম থেকে দক্ষিণেশ্বরের মেট্রো চলাচল। আজ, বেলা ১২টা ৪০ মিনিট থেকে দুপুর ১টা ৭ মিনিট অবধি ওই রুটে মেট্রো চলাচল বন্ধ থাকে। তবে মেট্রো কর্মীদের তৎপরতায় দুপুর ১টা ৮ মিনিট থেকেই ফের স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা। কিন্তু ওই লাইনে মেট্রো সাময়িক বন্ধের ফলে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। প্ল্যাটফর্মে মানুষের ভিড় বাড়তে থাকে। এরপর প্রায় ২৭ মিনিট পরে পরিষেবা ঠিক হলে যাত্রীরা হাঁফ ছেড়ে বাঁচেন। তবে দমদম-দক্ষিণেশ্বরে সাময়িক মেট্রো চলাচল বন্ধ থাকলেও কবি সুভাষ-দমদম আপ ও ডাউন দুই লাইনেই পরিষেবা সচল ছিল। সময়ের অগ্রগতির সঙ্গে এই পরিষেবা সাধারণদের কাছে অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। বাস-ট্যাক্সি-অটোর মতো অন্যান্য গণপরিবহণের তুলনায় এটিতে অনেক স্বাচ্ছ্বন্দ্যে সফর করা যায়। নেই যানজটের সমস্যাও। সম্প্রতি শিয়ালদহ মেট্রো স্টেশন যাত্রীদের জন্য খুলে গিয়েছে। এর ফলে যারপরনাই খুশি নিত্যযাত্রীরা। অল্পসময়ের মধ্যেই সকলে পৌঁছে যাচ্ছেন নির্দিষ্ট গন্তব্যে। শোনা যাচ্ছে, যাত্রীদের সুবিধার্থে খুব তাড়িতাড়ি শহরের মেট্রো পরিষেবার আরও সম্প্রসারণ ঘটানো হবে।