বিনোদন

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বর্ষীয়ান তেলেগু অভিনেতা চন্দ্র মোহন

প্রয়াত জনপ্রিয় তেলুগু চলচ্চিত্র অভিনেতা চন্দ্র মোহন। বয়স হয়েছিল ৮০ বছর। ৫০০টির বেশি ছবিতে হিরো এবং ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে অভিনয় করেছেন তিনি। শনিবার সকালে হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। পরিবারের তরফ থেকে অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। স্ত্রী জলন্ধরা এবং দুই কন্যা রেখে গিয়েছেন অভিনেতা। চন্দ্র মোহনের পরিবারের একজন সদস্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘বয়সজনিত সমস্যার কারণে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। অ্যাপোলো হাসপাতালে সকাল ৯টা ৪৫মিনিট নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন’। সোমবার হায়দরাবাদে প্রয়াত অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে।চন্দ্র মোহন, যাঁর আসল নাম মল্লমপল্লী চন্দ্রশেখর রাও। প্রবীণ পরিচালক এবং দাদা সাহাব ফালকে পুরস্কার বিজয়ী কে বিশ্বনাথের খুড়তুতো ভাই ছিলেন তিনি। যিনি চলতি বছর ফেব্রুয়ারিতে মারা গিয়েছেন। জনপ্রিয় প্লেব্যাক গায়ক প্রয়াত এস পি বালাসুব্রহ্মণ্যমের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল চন্দ্র মোহনের।