দীপোৎসব উপলক্ষ্যে উত্তরপ্রদেশের অযোধ্যার ৫১ টি ঘাটে ২৪ লক্ষ প্রদীপ জ্বালানো হবে
Posted onAuthorবঙ্গনিউজComments Off on দীপোৎসব উপলক্ষ্যে উত্তরপ্রদেশের অযোধ্যার ৫১ টি ঘাটে ২৪ লক্ষ প্রদীপ জ্বালানো হবে
দীপোৎসব উপলক্ষ্যে উত্তরপ্রদেশের অযোধ্যায় সাজ সাজ রব। ৫১ টি ঘাটে মোট ২৪ লক্ষ প্রদীপ জ্বালানো হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। ঝাড়খণ্ডের পাকুড় জেলা থেকে মোট ৪৮ জন আদিবাসী সম্প্রদায়ের মানুষ দীপোৎসবে অংশগ্রহণ করবেন।
গত কয়েকদিন ধরে তুমুল বৃষ্টি। তার জেরে ধস নামল দক্ষিণ আসামে। মারা গেলেন ২০ জন। আহত বহু। তবে আশঙ্কা করা হয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত অসমের বরাক উপত্যকার তিনটি জেলা।
একাদশতম দিনেও দেশের বিভিন্ন প্রান্তে বেড়ে গেল পেট্রোল আর ডিজেলের দাম। লকডাউনের কারণে টানা ৮২ দিন তেলের দাম এক জায়গায় দাঁড়িয়ে থাকার পর আচমকা সে যেন বেড়েই চলেছে। বুধবার কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে ৭৯.০৮ টাকা হল। ডিজেলের দামও হয়েছে লিটারপ্রতি ৭১.৩৮ টাকা। সারা দেশেই গত ৭ জুন থেকে ধাপে ধাপে বাড়ছে জ্বালানি তেলের দাম।
পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন বন্ধ করল জার্মানি । শনিবার দেশের তিনটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিয়েছে সেদেশের সরকার। এদিন তিন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে ছয় দশকেরও বেশি সময় ধরে চলা পারমাণবিক যুগের সমাপ্তি হল জার্মানিতে। জার্মানিতে পারমাণবিক শক্তি উৎপাদন ঘিরে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। দেশের নাগরিকদের একটা অংশ এই ব্যবস্থার উপর […]