বাইরে থেকে দেখলে মনে হবে একটা আলমারি। কিন্তু তার দরজা খুলতেই নিরাপত্তারক্ষীরা বুঝতে পারেন, এ কোনও সাধারণ আলমারি নয়। ওই আলমারির ভিতর তৈরি করা হয়েছিল একটি বাঙ্কার। সেই বাঙ্কারেই আশ্রয় নিয়েছিল কাশ্মীরের কুলগ্রামে এনকাউন্টারে নিহত চার জঙ্গি! এমনই দাবি করল জম্মু ও কাশ্মীর পুলিশ। জম্মু কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ছয় জঙ্গিদের মধ্যে চার জনই আলমারির আড়ালে এই বাঙ্কারে লুকিয়ে দিন কাটাচ্ছিল৷ বাইরে থেকে দেখে মনে হবে দেওয়াল আলমারি৷ কিন্তু আসলে ওই আলমারির ভিতরেই ছিল জঙ্গিদের লুকিয়ে থাকার গোপন কুঠুরি৷ জম্মু কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ছয় জঙ্গিদের মধ্যে চার জনই আলমারির আড়ালে এই বাঙ্কারে লুকিয়ে দিন কাটাচ্ছিল৷ বাইরে থেকে দেখে মনে হবে দেওয়াল আলমারি৷ কিন্তু আসলে ওই আলমারির ভিতরেই ছিল জঙ্গিদের লুকিয়ে থাকার গোপন কুঠুরি৷ কীভাবে ওই আলমারির আড়ালে বাঙ্কার তৈরি করা হয়েছিল, তার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে৷ ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ঘরের মধ্যে নিরাপত্তা বাহিনীর জওয়ানদের নির্দেশে এক ব্যক্তি ওই আলমারির ভিতরে ঢুকে কীভাবে ভিতরে বাঙ্কার তৈরি করা হয়েছিল তা মোবাইলে রেকর্ড করছেন৷