নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার দুই নেতাকে বহিস্কার করার সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। প্রাইমারি টেট দুর্নীতিতে নাম ওঠা কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়কে দল থেকে অপসারিত করার সিদ্ধান্ত সাংবাদিক বৈঠকে জানিয়ে দিল তৃণমূল। এদিন শশী পাঁজা সাংবাদিক বৈঠকে জানান, “কেন্দ্রীয় সংস্থা, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। নানা ভাবে আক্রমণ করা হচ্ছে। সম্মানের ক্ষতি হচ্ছে৷ নিয়োগ দূর্নীতিতে বহু রাজনৈতিক দল আছে। এরকম বহু নেতা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। তারা বিধানসভার মধ্যেও হুমকি দিচ্ছেন। হাতে করে টাকা নিতে দেখা গিয়েছে এমন নেতাও রয়েছেন সেই তালিকায়। যদিও কেন্দ্রীয় এজেন্সি তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়নি। এর আগে পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়েছিল। কুন্তল ও শান্তনুকেও অপসারিত করা হয়েছে। কিন্তু আমাদের দাবি, তদন্ত নিরপেক্ষ ভাবে করতে হবে। তদন্তে গতি আনতে হবে। কোনও টাকা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে উদ্ধার হয়নি। এর দায় নিতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে। দল এর দায় নেবে না।”