‘করোনা ভাইরাস নিয়ে এখনও মানুষের মনে একটা দোলাচল আছে। অনেকেই হাসপাতালে যেতে বা পরীক্ষা করাতে ভয় পান। আর এভাবে রোগীর দেরিতে হাসপাতালে ভর্তি হওয়ার কারণে মৃতের সংখ্যা বাড়ছে।’ শনিবার গুজরাটের আহমেদাবাদের হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের সঙ্গে হওয়া আলোচনায় এমনটাই বললেন দিল্লি এইমস-এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া। তাঁর পরামর্শ, বাড়িতে কোনও বয়স্ক মানুষ থাকলে আরও বেশি সতর্কতা অবলম্বন প্রয়োজন। সামান্য উপসর্গ দেখলেই তাঁদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। তাঁর নিজের রাজ্য গুজরাটে গত ২৪ ঘণ্টায় ৩৯০জন করোনা আক্রান্ত হওয়ার পরই পদক্ষেপ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর নির্দেশেই বায়ুসেনার বিশেষ বিমানে শুক্রবার সন্ধ্যায় আহমেদবাদ পৌঁছন গুলেরিয়া। তাঁর সঙ্গে আছেন একজন পালমোনোলজিস্ট এবং এইমস্–এর আরেক চিকিৎসক মণীশ সুরেজা। সেখানে এসভিপি হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন গুলেরিয়া। গুজরাটে হয়েছেন। এপর্যন্ত মোট আক্রান্ত ৭৪০২জন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮৭২জন এবং মারা গিয়েছেন ৪৪৯জন।