তৃণমূলে যোগ দেওয়া কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে মনোনিত করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে নালিশ জানাতে যাচ্ছে বিজেপি-র পরিষদীয় দল। আগামী মঙ্গলবার বিকেলে বিজেপি পরিষদীয় দলের পাঁচ জন সদস্যকে নিয়ে রাজভবন যাওয়ার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। মৌখিক ভাবে রাজ্যপালকে বিষয়টি নিয়ে জানানোর পাশাপাশি একটি লিখিত অভিযোগপত্রও দেওয়া হবে। শুক্রবার অধিবেশন শেষ হওয়ার পরেই বিষয়টি নিয়ে বিজেপি-র রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা হয় তাঁর। তার পরেই স্পিকারের সিদ্ধান্তের বিরুদ্ধে রাজভবন যাওয়ার সিদ্ধান্ত নেন শুভেন্দু।
ফাইল চিত্র।


