ফেসবুকে রাজনৈতিক প্রচারের জন্য সবচেয়ে বেশি অর্থ খরচ করেছে কেন্দ্রের শাসক দল বিজেপি। গত ১৯ ফেব্রুয়ারি থেকে ধরলে ১৮ মাসে ফেসবুকে বিজ্ঞাপন বাবদ বিজেপি খরচ করেছে ৪.৬১ কোটি টাকারও বেশি। সামাজিক বিষয় ছাড়াও নির্বাচন ও রাজনৈতিক প্রচারের পিছনেই খরচ হয়েছে এই টাকা। সেখানে প্রধান বিরোধী দল কংগ্রেস খরচ করেছে ১.৮৪ কোটি টাকা। গত ২৪ আগস্ট অবধি পরিসংখ্যান ঘাঁটলে এই তথ্য বেরিয়ে আসছে।
যাঁরা ফেসবুকে এই বিজ্ঞাপন দিয়েছেন, সেই বিজ্ঞাপনদাতাদের মধ্যে চারটি সংস্থার সরাসরি যোগাযোগ রয়েছে বিজেপির সঙ্গে। ‘মাই ফাস্ট ভোট ফর মোদি’-র প্রচারের জন্য ব্যয় করা হয়েছে ১.৩৯ কোটি টাকা। ‘ভারত কি মন কি বাত’ প্রচারের পিছনে ব্যয় হয়েছে ২.২৪ কোটি টাকা। খবর সংক্রান্ত পেজ ‘নেশন উইথ নমো’-র জন্য খরচ করা হয়েছে ১.২৮ কোটি টাকা। এছাড়া বিজেপি নেতা ও প্রাক্তন সাংসদ আর কে সিনহার একটি ফেসবুক পেজের পিছনে খরচ হয়েছে ৬৫ লক্ষ টাকা। ফেসবুকে শীর্ষ দশ বিজ্ঞাপনদাতাদের মধ্যে রাজনৈতিক প্রচারের হিসেব করলে দেখা যাচ্ছে বিজেপিই সবচেয়ে বেশি খরচ করেছে। যা প্রায় ৬৪ শতাংশ। ফেসবুক ইন্ডিয়ায় ১৫.৮১ কোটি টাকার রাজনৈতিক প্রচারের মধ্যে বিজেপির খরচ ১০.১৭ কোটি টাকা। এই সময়ের মধ্যে ২০১৯ সালের লোকসভা নির্বাচনও হয়েছে। বোঝাই যাচ্ছে সাধারণ নির্বাচনের জন্য বিজেপি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে কতটা ব্যবহার করেছে। সেদিক থেকে দেখলে আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করার জন্য খরচ করেছে মাত্র ৬৯ লাখ টাকা।