টুইটারের লোগো হিসেবে ফিরে এল চিরপরিচিত ডানা মেলা নীল পাখি। মঙ্গলবারই নীল পাখি সরিয়ে টুইটারের ওয়েবে ডোজকয়েন লোগো ব্যবহার করেছিলেন মাস্ক। অ্যাপে অবশ্য নীল পাখি লোগোর কোনও বদল করা হয়নি। ওয়েবের লোগো বদল নিয়ে নানা মহলের নানা মত। অধিকাংশেরই হা-হুতাশ। ১৭ বছরের অভ্যস্ত নজর বারবার খুঁজছিল নীল পাখিকে। সেই নীল পাখি ফিরে আসায় অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন। এক টুইট ব্যবহারকারী অবশ্য বলেন, ডোজকয়েনই তাঁর বেশি ভালো লেগেছিল।