কলকাতা

ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা করতে নবান্নে এল কেন্দ্রীয় প্রতিনিধি দল

জ্যোর্তিময় দত্ত, কলকাতাঃ ঘূর্ণিঝড় আমফানের ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা করতে কেন্দ্রের পাঠানো পর্যবেক্ষক দলের সদস্যরা আজ নবান্নের রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেছেন। রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবসহ প্রশাসনের শীর্ষ কর্তারা ওই বৈঠকে উপস্থিত রয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এর আগে কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের সদস্যরা দক্ষিণ ২৪ পরগণার ঘূর্ণিঝড় বিধ্বস্ত কয়েকটি ব্লক ঘুরে দেখেন। পরে বিরোধী দল বাম ফ্রন্ট কংগ্রেস এবং বিজেপি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে তাদের বক্তব্য শোনেন।