জেলা

বেতন পাচ্ছেন না, শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মবিরতি চিকিৎসক-নার্সদের

পশ্চিম মেদিনীপুর: করোনা মোকাবিলায় যেখানে স্বাস্থ্য পরিষেবা জোরদার প্রয়োজন, সেখানে ২ মাস বেতন না পাওয়ার অভিযোগে পশ্চিম মেদিনীপুরের শালবনি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে কর্মবিরতি শুরু করলেন চিকিৎসক ও নার্স-সহ সব কর্মীরা। ফলে সঙ্কটে পড়ে গেল ওখানকার স্বাস্থ্য পরিষেবা। তবে পুরোপুরি কর্মবিরতির অভিযোগ নাকি অস্বীকার করেছেন নার্সরা। এমনকি ইমার্জেন্সি বন্ধ থাকার অভিযোগও তাঁরা অস্বীকার করেছেন। শালবনি সুপার স্পেশালিটি হাসপাতাল পরিচালনার দায়িত্বে রয়েছে জেএসডব্লিউ। গত দু’মাস তারা ডাক্তার, নার্সিং কর্মী, প্যারামেডিক্যাল কর্মী-সহ অন্যদের বেতন দেয়নি বলে অভিযোগ। যদিও এব্যাপারে কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কিছু জানা যায়নি। সকাল থেকে জেএসডব্লিউর ম্যানেজমেন্টের কর্মীদের ঘেরাও করে রেখেছেন অন্য কর্মীরা।স্বাস্থ্যসাথী পরিষেবার সঙ্গে যুক্ত এক কর্মী জানান, সকাল থেকে ইমার্জেন্সির গেট পুরো বন্ধ ছিল। আউটডোর পরিষেবা, যেখানে প্রত্যেক শ পাঁচেক মানুষ আসেন সেই পরিষেবাও বন্ধ।