৭৫তম স্বাধীনতা দিবসে জমজমাট রেড রোড চত্বর। এদিন সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীকে দেওয়া হয় ‘গার্ড অফ অনার’। তারপরে কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য পুলিশ অফিসারদের সংবর্ধনা দেন তিনি। অনুষ্ঠানে ছিলেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের কমিশনার। গতবার করোনার কারণে অনুষ্ঠান সারা হয়েছিল মাত্র ১৫ মিনিটে। তবে এবার তা বাড়িয়ে ৩০ মিনিট করা হয়েছে। আর এবারের স্বাধীনতা দিবস উদযাপনে বিশেষ আকর্ষণ ছিল বিভিন্ন ধরনের ট্যাবলো। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, দুয়ারে সরকার, দুয়ারে রেশন, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতো ট্যাবলো সুসজ্জিতভাবে প্রদর্শন করা হয়। আগামিকাল রাজ্যে ‘খেলা হবে’ দিবস পালিত হবে। আর তার আগে সেই ট্যাবলোও দেখা গেল রেড রোডে। তার ওপরে কয়েকজন বাচ্চাকে ফুটবলও খেলতে দেখা যায়। অনুষ্ঠান শেষে পুলিশ মেমোরিয়াল এবং নেতাজির মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী।