পরীক্ষামূলক পাড়ায় পাড়ায় ‘অভিযান’ হয়ে গেছে আগেই। আর রেশনের চাল গম নিতে আর ডিলারের দোকানে গিয়ে লাইন দেওয়ার প্রয়োজন নেই। এবার বাড়ি বাড়ি রেশন দিতে হাজির হবে ডিলাররাই। দুয়ারে রেশনও তাই আক্ষরিক অর্থেই প্রত্যেক বাড়ির দোরে দোরে পৌঁছে দেবেন ডিলাররা। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাঁর স্বপ্নের প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রতিশ্রুতি পালন করে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ‘দুয়ারে রেশন’ প্রকল্প চালু করলেন ৷ একইসঙ্গে মহিলাদের রেশনের ডিলারশিপ দিতেও তৎপর হয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তৃতীয়বার ক্ষমতায় এসেই সেই প্রকল্প বাস্তবায়নে জোর দিয়েছিলেন তিনি ৷ তার সঙ্গে এবার যুক্ত হল মহিলাদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টিও ৷ ভোটের আগেই রাজ্যের মহিলাদের স্বনির্ভর করতে ‘লক্ষীর ভান্ডার’ প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছিলেন মমতা নির্বাচনে জিতে সেই ‘লক্ষীর ভান্ডার’ চালুও করেছেন মুখ্যমন্ত্রী ৷ তাতে ব্যাপক সাড়াও পড়েছে ৷ এছাড়া প্রথমবার ক্ষমতায় এসে ‘কন্যাশ্রী’, ‘রূপশ্রী’র মতো প্রকল্প চালু করেছিলেন মমতা ৷ লক্ষ্য মহিলাদের সমর্থন আদায় ৷ সেই লক্ষ্যেই এবার নেতাজী ইন্ডোরের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী জানালেন, রাজ্যের রেশন ডিলারশিপ পেতে অগ্রাধিকার পাবেন মহিলারা ৷এর আগে ডিলারশিপ পেতে ডিপোজিট মানি হিসেবে ১ লক্ষ টাকা জমা দিতে হত ৷ তা কমিয়ে ৫০ হাজার করা হবে বলেও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ৷ এছাড়াও নিজেদের গাড়ি করে রেশন পৌঁছে দিতে পারবেন ডিলাররা ৷ সেক্ষেত্রে গাড়ি কেনার সময় রাজ্যের কাছ থেকে ১ লক্ষ টাকা ভর্তুকি পাবেন বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ প্রকল্প উদ্বোধনের মঞ্চে রেশন ডিলার অ্যাসোসিয়েশন এবং শেয়ার প্রাইস শপ অনার্স ফেডারেশন মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই তাদের দাবি-দাওয়া নিয়ে সরব হলেন ৷ আর তাতেই রীতিমতো বিরক্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অনুষ্ঠান থামিয়ে দুই সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করলেন তিনি ৷ শুধু তাই নয়, উভয় পক্ষকে খুশি করতে বেশ কিছু ঘোষণাও করলেন তিনি ৷ তবে, এর পরেও নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত রেশন ডিলার থেকে শুরু করে শপ ওনার্সরা খুশি হলেন এমন কথা বলা যাবে না ৷ বোঝাই যাচ্ছে রাজ্য সরকারি চাপের কারণে এই মুহূর্তে সরকারের কথা মেনে নিলেও আদতে খুশি হননি রেশন ডিলাররা ৷ রেশন নিয়ে কোনও অভিযোগ থাকলে তার প্রতিকারেরও ব্যবস্থা করা হয়েছে। খাদ্য দপ্তরের তরফে চালু করা হয়েছে একটি ফোন নম্বর। ৯৯০৩০৫৫৫০৫ নম্বরে ফোন করে রেশন সংক্রান্ত যাবতীয় সমস্যার কথা জানাতে পারবে আম জনতা।



