জ্যোর্তিময় দত্ত, কলকাতাঃ আসছে ঘূর্ণিঝড় আমফান। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে দুই ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি কলকাতা এবং পশ্চিম মেদিনীপুরে। ইতিমধ্যেই এই সব জেলাগুলিতে লক্ষাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখার জন্য আজ সন্ধ্যায় নবান্নের কন্ট্রোল রুমে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কর্মরত আধিকারিকরা জানান, দিঘা থেকে ৫১০ কিমি দূরে অবস্থান করছে উম-পুন। রাজ্যবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ‘ভয় পাবেন না। বাড়িতে থাকুন। কালকে দুপুরের পর থেকে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করবে। প্রশাসন আপনাদের পাশে আছে।’ বুধবার সারারাত নবান্নের কন্ট্রোল রুম থেকে নজরদারি করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।