কলকাতা

বাংলার ২ শহিদ জওয়ানের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতাঃ লাদাখের ভারত-চিন সীমান্তে সংঘর্ষে শহিদ ২০ জওয়ানদের মধ্যে বাংলার ২জন জওয়ান আছেন। বীরভূমের রাজেশ ওরাং আর আলিপুরদুয়ারের বিপুল রায়। সোমবারের সংঘাতে মৃত্যু হয়েছে তাঁদের। এই দুই শহিদ পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে। এমনটাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন টুইট করে মুখ্যমন্ত্রী লেখেন, “স্বজনহারা পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। অত্যন্ত বেদনার সঙ্গে জানাচ্ছি শহিদদের মধ্যে দু’জন রাজ্যের বাসিন্দা। বীরভূমের মহম্মদবাজার এলাকার বেলগরিয়া গ্রামের সেটাই রাজেশ ওরাং। আর আলিপুরদুয়ারের শামুকতলার বিন্দিপাড়া গ্রামের বিপুল রায়।” তিনি লিখেছেন, “কোনও ক্ষতিপূরণ এই ক্ষতি পূরণ করতে পারবে না। আমরা এই সংকটের সময়ে এই বীর যোদ্ধাদের পাশে আছি।”