আলিপুরদুয়ার: বীরভূ্মের পাশাপাশি লাদাখে শহিদ আরও একজন বাঙালি জওয়ান, আলিপুরদুয়ারের বিপুল রায়। ভারত এবং চিনের লাদাখ সীমান্তে দুই দেশের সংঘর্ষে ৪৫ বছরের ইতিহাসে ফের চিনা সেনার হাতে শহিদ হতে হল ভারতীয় জওয়ানদের। শেষ পাওয়া খবর অনুযায়ী, ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন লাদাখ সীমান্তে। এর মধ্যে রয়েছেন আলিপুরদুয়ার টটপাড়ার বিন্দি গ্রামের বাসিন্দা বিপুল রায়। তাঁর বয়স ছিল মাত্র ৩৬ বছর। ছেলের মৃত্যুর খবর শুনে শোকাহত বিপুলের পরিবার সহ গোটা গ্রাম।
স্ত্রী এবং ৫ বছরের মেয়েকে নিয়ে থাকতেন দিল্লীর সেনা কোয়াটারে। ১৬ বিহার রেজিমেন্টে কন্সটেবল পদে নিযুক্ত ছিলেন তিনি। বৃদ্ধ বাবা মা এবং এক ভাই থাকতেন গ্রামের ভাঙাচোরা বাড়িতে। ৫ মাস আগেই এসেছিলেন নিজের বাড়িতে এবং কথাছিল ভাঙা এই ঘর এবার পাকা করবেন। এখন তাঁর মৃত্যুতে অন্ধকারেই থেকে গেল গোটা পরিবার।