কলকাতা

সম্পূর্ণ লকডাউনের দ্বিতীয় দিনেও চলছে নাকা চেকিং, কড়া নজরদারি পুলিশের

কলকাতাঃ সম্পূর্ণ লকডাউনের দ্বিতীয় দিনে কড়া নজরদারি চালাচ্ছে প্রসাশন। রাস্তায় মানুষ নেই বললেই চলে। শুনশান প্রায় সব রাস্তা। কলকাতা থেকে শুরু করে জেলা, সব জায়গায় ছবিটা একই রকমের। লকডাউন ভাঙার চেষ্টা করলে কড়া হাতে তা মোকাবিলা করছে পুলিশ। রাস্তায় রাস্তায় চলছে নাকা চেকিং। ড্রোনে নজরদারি চালাচ্ছে পুলিশ। শনিবার সকাল থেকেই গোটা কলকাতা জুড়ে নজরদারি শুরু করেছে পুলিশ। কোথাও নিয়ম না মেনে রাস্তায় বেরলে ধরপাকড় করা হয়েছে।উত্তরের বেলেঘাটা, ফুলবাগান থেকে শুরু করে উল্টোডাঙা, সল্টলেক আর অন্যদিকে বেহালা, খিদিরপুর থেকে শুরু করে দক্ষিণের গড়িয়াহাট, টালিগঞ্জ, যাদবপুর, সব জায়গায় নাকা চেকিং করছে পুলিশ। রাস্তার মাঝে রাখা গার্ডরেল। শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় ড্রোনের সাহায্য নজরদারি চালানো হচ্ছে। এমনকি লালবাজার কন্ট্রোল রুমে বসে সিসিটিভির মাধ্যমে শহরের উপর

নজর রাখছে পুলিশ। কোথাও সামান্য জটলাও করতে দেওয়া হচ্ছে না। শুধু রাজপথেই নয়, শহরের অলিগলিতে টহল দিচ্ছে পুলিশ। জরুরি পরিষেবা ছাড়া সব কিছু বন্ধ। এদিন যাঁরা রাস্তায় বেরিয়েছেন, তাঁদের থেকে পরিচয়পত্র দেখতে চাইছে পুলিশ এবং কী কারণে তাঁরা রাস্তায় বেরিয়েছেন, তা জানতে চাওয়া হচ্ছে। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তি কিংবা খুব দরকারে রাস্তায় বেরনো ব্যক্তি ছাড়া বাকিদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। নিয়ম ভাঙলে আটকও করছে পুলিশ।বেহালা, পার্ক স্ট্রিট, ভবানীপুর, নিউটাউন, বাগুইআটি প্রভৃতি জায়গা থেকে অনেককে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, কিছু জায়গায় জটলা করার চেষ্টা করেন কেউ। কোথাও আবার দরকারি কারণ ছাড়া বাড়ির বাইরে বের হন অনেকে। কোনও জায়গায় অনেকের মুখে মাস্ক ছিল না। এইসব ক্ষেত্রে কড়া হয়েছে পুলিশ। আটক করার সঙ্গে গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। কোথাও লকডাউন উপেক্ষা করে দোকান খোলায় আটক করা হয়েছে দোকানের মালিকদের।