দেশ

শুক্রবারই তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় বুরেভি

মান্নার উপসাগরের উপর থেকে পশ্চিম দিকে সরে গিয়েছে ঘূর্ণিঝড়। মৌসম ভবনের পূর্বাভাস, পাম্বানের উপর দিয়ে ঘণ্টায় প্রায় ৮০ কিলোমিটার বেগে বয়ে আরও পশ্চিম–দক্ষিণপশ্চিমে সরবে বুরেভি। এবং বৃহস্পতিবার রাত বা শুক্রবার ভোরের মধ্যে পাম্বান এবং কন্যাকুমারীর মধ্যবর্তী তামিলনাড়ু উপকূলে ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগের ঘূর্ণিঝড় হয়ে আছড়ে পড়তে পারে। রামনাথপুরম, থোট্টুকুড়ি, তিরুনেলভেলি এবং কন্যাকুমারী জেলায় ঘূর্ণিঝড়ের দাপট দেখা যেতে পারে। শুক্রবার সকালে কেরলের কিছু জেলাতেও তাণ্ডব চালাতে পারে বুরেভি। বুরেভির প্রভাবে আগামী দুদিন দক্ষিণ তামিলনাড়ু, দক্ষিণ কেরল, দক্ষিণমধ্য কর্নাটক, নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, উপকূল অন্ধ্রে বজ্রবিদ্যৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৮০–৯০ কিলোমিটার। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের যাত্রায় নিষেধাজ্ঞা চাপানো হয়েছে।