কলকাতা

জেপি নাড্ডার নিরাপত্তায় গাফিলতির অভিযোগ, রাজ্যে স্বরাষ্ট্রসচিব ও ডিজি-র কাছে রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রকের

জে পি নাড্ডার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দিলীপ ঘোষের অভিযোগের পরেই তৎপর স্বরাষ্ট্রমন্ত্রক ৷ রাজ্যের স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজির কাছে এনিয়ে রিপোর্ট তলব করল স্বরাষ্ট্রমন্ত্রক ৷ গতকাল হেস্টিংসে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে কালো পতাকা দেখায় একদল বিক্ষোভকারী, সঙ্গে চলে গো ব্যাক স্লোগান ৷ এর জেরে উত্তেজনা ছড়ায় ৷ এই ঘটনার পর বিজেপির সর্বভারতীয় সভাপতির নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লেখেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ৷ নাড্ডার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে দিলীপ ঘোষ জানান, রাজ্য প্রশাসন জে পি নাড্ডার নিরাপত্তায় যথেষ্ট পুলিশ মোতায়েন করেনি ৷ বিক্ষোভকারীরা হেস্টিংসে বিজেপি কার্যালয়ের বাইরে দাঁড়িয়ে থাকা গাড়ির উপর উঠে পড়ে ৷ এমনকী কয়েকজন হাতে বাঁশ, লাঠি নিয়েও সেখানে হাজির হয় বলে অভিযোগ দিলীপ ঘোষের ৷ প্রায় দু’শো বিক্ষোভকারী বিজেপির নির্বাচনী কার্যালয়ের বাইরে বিক্ষোভ দেখাচ্ছিল।