ভারত সরকার কোনও চীনা অ্যাপ নিষিদ্ধ করছে না। গুগল প্লে স্টোর কিংবা অ্যাপেল অ্যাপ স্টোরকে এই সংক্রান্ত কোনও নির্দেশ দেয়নি ইলেকট্রনিক্স ও আইটি মন্ত্রক। শনিবার এমনটাই জানিয়েছে প্রেস ইনফরর্মেশন ব্যুরো (পিআইবি)-র ফ্যাক্ট চেক টিম। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ব্যাপক ভাইরাল হয়। তাতে লেখা ছিল, ভারত সরকার গুগল ও অ্যাপেলকে অবিলম্বে অ্যাপ স্টোর থেকে একাধিক চীনা অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। ভারত-চীন সংঘাতের আবহে দ্রুত সেই পোস্ট ছড়িয়ে পড়ে। বিষয়টি কেন্দ্রেরও নজরে আসে। তারপর পোষ্টটি খতিয়ে দেখে পিআইবি। তারা জানায়, ওই পোস্টটিতে সরকারি অর্ডারের যে কপি ব্যবহার করা হয়েছে, তা সম্পূর্ণ ভুয়ো।