নৌবাহিনীর ডর্নিয়ের যুদ্ধবিমানের জন্য নিযুক্ত হলেন ছয়জন মহিলা পাইলটদের ব্যাচের প্রথম তিনজন। বৃহস্পতিবার কোচিতে সাদার্ন নেভাল কমান্ড বা এসএনসি তাঁদের নিযুক্ত করল। তাঁরা হলেন, দিল্লির মালব্য নগরের বাসিন্দা, লেফটেন্যান্ট দিব্যা শর্মা, উত্তর প্রদেশের তিহারের বাসিন্দা লেফটেন্যান্ট শুভাঙ্গি স্বরূপ এবং বিহারের মুজাফ্ফরপুরের বাসিন্দা লেফটেন্যান্ট শিবাঙ্গি।


