দেশ

জম্মু কাশ্মীরের কাটরায় বাসে অগ্নিকাণ্ড আসলে জঙ্গি হামলা, দাবি এনআইএ

জম্মু কাশ্মীরের কাটরায় তীর্থযাত্রী বোঝাই বাসে অগ্নিকাণ্ডের ঘটনা আসলে জঙ্গি হামলা। অনুসন্ধানের পর এমনটাই জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। বাসের মধ্যে বিস্ফোরণ ঘটাতে বোমারই ব্যবহার হয়েছিল বলে জানিয়েছে এনআইএ। এছাড়াও অনেক প্রত্যক্ষদর্শীই আগুন লাগার আগে বিস্ফোরণের আওয়াজ শুনেছিলেন। আর সেই রহস্যজনক বিস্ফোরণের পরই বাসে আগুন লাগে। বাসের জ্বালানির ট্যাঙ্কের কাছে বোমটি লাগানো হয়েছিল বলে প্রাথমিক  তদন্তে অনুমান। এছাড়াও আক্রান্ত বাসটিতে আরডিএক্স বিস্ফোরকেরও চিহ্ন পাওয়া গিয়েছে। গত শুক্রবার জম্মুর কাটরায় একটি তীর্থযাত্রী বোঝাই বাসে আগুন লাগে। মৃত্যু হয় ৪ জনের ও আহত হন ২৪ জন।