দেশে একদিনে করোনা আক্রান্ত হলেন আরও ৩৪ হাজার ৯৫৬ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লক্ষ ৩ হাজার ৮৩২। প্রাণ হারিয়েছেন আরও ৬৮৭ জন। দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ২৫ হাজার ৬০২ জনের। আজ, শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। বর্তমানে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৪২ হাজার ৪৭৩ জন। সুস্থ হয়ে গিয়েছেন ৬ লক্ষ ৩৫ হাজার ৭৫৭।