দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৯০২ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লক্ষ ৭৭ হাজার ৬১৮ জন। প্রাণ হারিয়েছেন আরও ৫৪৩ জন রোগী। ফলে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ২৬ হাজার ৮১৬ জনের। সুস্থ হয়ে গিয়েছেন ৬ লক্ষ ৭৭ হাজার ৪২৩। বর্তমানে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৭৩ হাজার ৩৭৯ জন। আজ, রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।