গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫৩ হাজার ৬০০ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২২ লক্ষ ৬৮ হাজার ৬৭৫। এই ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছেন ৮৭১ জন রোগী। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন থেকে জানা যাচ্ছে, বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬ লক্ষ ৩৯ হাজার ৯২৯ জন রোগী। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪৫ হাজার ২৫৭ জনের। পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন ১৫ লক্ষ ৮৩ হাজার ৪৮৯ জন। এঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ৪৭ হাজার ৭৪৬ জন।