দেশ

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লক্ষ ৪৮ হাজার ৩১৮, মৃত ১৬ হাজার ৪৭৫, সুস্থ ৩ লক্ষ ২১ হাজার ৭২৩

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হলেন ১৯ হাজার ৪৫৯ জন। যা গতকালের চেয়ে সামান্য কম। এই সময়ের মধ্যে প্রাণ হারিয়েছেন ৩৮০ জন। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশে মোট কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫লক্ষ ৪৮ হাজার ৩১৮ জন। প্রাণ হারিয়েছেন মোট ১৬ হাজার ৪৭৫ জন। এখন দেশে চিকিৎসাধীন রয়েছেন ২ লক্ষ ১০ হাজার ১২০ জন কোভিড রোগী। তবে স্বস্তির খবর এই যে, ইতিমধ্যেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন ৩ লক্ষ ২১ হাজার ৭২৩ জন রোগী।