দেশ

দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪ লক্ষ ৩৫ হাজার ৪৫৩, মৃত ৩২ হাজার ৭৭১, সুস্থ ৯ লক্ষ ১৭ হাজার ৫৬৮ জন

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আরও ৪৯ হাজার ৯৩১ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ। পাশাপাশি প্রাণ হারিয়েছেন আরও ৭০৮ জন রোগী। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৪ লক্ষ ৩৫ হাজার ৪৫৩ জন। এপর্যন্ত এই মারণ ভাইরাসের সংক্রমণে দেশে মোট মৃত্যু হয়েছে ৩২ হাজার ৭৭১ জন রোগীর। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪ লক্ষ ৮৫ হাজার ১১৪ জন রোগী। ইতিমধ্যেই করোনা জয়ের পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন ৯ লক্ষ ১৭ হাজার ৫৬৮ জন।