জেলে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে তাঁর স্ত্রী এবার উঠে এলেন রাজনীতির আঙিনায়। সেখান থেকে তীব্র ভাষায় বিজেপিকে আক্রমণ করলেন সুনীতা কেজরিওয়াল। দিল্লির রামলীলা ময়দানে রবিবার ইন্ডিয়া ব্লকের বৈঠক ঘিরে সকলের উৎসাহ ছিল তুঙ্গে। এদিন সভামঞ্চে বিরোধী দলের সেরা নেতা-মন্ত্রীরা। সেই তালিকায় রাহুল গান্ধী, উদ্ধব ঠাকরে, মেহবুবা মুফতি, মল্লিকার্জুন খাড়গে সহ অনেকেই। এদিন সভামঞ্চ থেকে সুনীতা বলেন, অরবিন্দ কেজরিওয়ালের পাশে ভারতবাসী রয়েছে। তাঁকে বেশিদিন জেলে রাখতে পারবে না। আমি কারও থেকে ভোট চাইছি না। আমি কাউকে ভোটে হারাতেও বলছি না। আমি শুধু ১৪০ কোটি ভারতবাসীকে বলছি তাঁরা যেন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে সহায়তা করে। এদিন সভা থেকে অরবিন্দ কেজরিওয়ালের লেখা ৬ টি গ্যারান্টি পড়ে শোনালেন সুনীতা কেজরিওয়াল। আগামী ৫ বছরের মধ্যে এই সমস্ত গ্যারান্টি পূরণ করা হবে বলেও জানান তিনি।