দেশ

মাস্ক না পড়ার ভুলে নিজেই জরিমানা দিলেন পুলিশ আধিকারিক

বৃষ্টি শেঠ, কানপুর: নিজের ভুলের খেসারত নিজেই দিলেন এক পুলিশ আধিকারিক। মাস্ক না পরে রাস্তায় বেরনোর জন্য নিজেই জরিমানা দিয়ে নজির গড়লেন কানপুর রেঞ্জের পুলিশের ইনস্পেক্টর জেনারেল মোহিত আগরওয়াল। তাঁর কাছ থেকে জরিমানা নিতে বললেন বাররা পুলিশ ফাঁড়ির স্টেশন হাউস অফিসারকে। পুলিশকর্মী তাঁর হাতে রসিদ ধরিয়ে দিতেই ১০০ টাকা জরিমানা দিলেন মোহিত।
মোহিত পরে সাংবাদিকদের জানান, একটি ঘটনার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করতে শুক্রবার বাররায় গিয়েছিলেন। কিন্তু পুলিশের গাড়ি থেকে নামার সময় তিনি মুখে মাস্ক পরতে ভুলে যান। তাঁর সঙ্গে ছিলেন সার্কেল অফিসার ও অধস্তন পুলিশকর্মীরা।
তিনি বলেন, ওঁরাই আমাকে মনে করিয়ে দেন, আমি মাস্ক না পরেই গাড়ি থেকে নেমে পড়েছি।’ সঙ্গে সঙ্গে নিজের ভুল বুঝতে পারেন তিনি। পরে গাড়ি থেকে মাস্ক আনিয়ে নিয়ে সেটা পড়ে নেন। কিন্তু নিজের ভুলের জরিমানা থেকে নিজেকেও রেহাই দেননি ওই কর্তব্যপরায়ণ পুলিশকর্মী।