আজ ইদ উপলক্ষে টুইট করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও । তিনি শুভেচ্ছাবার্তায় সামাজিক দূরত্ব বজায় রাখার উল্লেখ করেন । লেখেন, “ইদ প্রেম, শান্তি ও ভ্রাতৃত্বের প্রতীক। এই উৎসবের দিনে দুস্থদের দুঃখ ও তাঁদের সঙ্গে সুখ ভাগ করে নেওয়ার অনুপ্রেরণা পাওয়া যায় । আসুন এই আনন্দময় দিনে কোরোনা সংক্রমণ রোধে আমরা সামাজিক দূরত্ব বজায় রাখি ।” অন্যদিকে ইদ উপলক্ষে টুইটারে শুভেচ্ছাবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি টুইট করেন, “ইদ-উল-ফিতরের শুভেচ্ছা । এই উৎসব সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সংহতি নিয়ে আসুক । সকলে সুস্থ ও সমৃদ্ধ হোক ।”