দেশ

‘কংগ্রেসের রাজ পরিবার তো জামিন নিয়ে জেলের বাইরে আছে’, গান্ধিদের তীব্র আক্রমণ প্রধানমন্ত্রী মোদির

কর্ণাটকের নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই যেন আক্রমণাত্মক হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একদিন আগেই অভিযোগ করেছিলেন, কংগ্রেস তাঁকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে। এ পর্যন্ত ৯১ বার তাঁকে গালি দেওয়া হয়েছে বলে হিসাবও দিয়েছিলেন। অন্যদিকে কর্ণাটকের ভোটের প্রচারে মোদির এবার কংগ্রেসের সবচেয়ে বড় হাতিয়ার বাসবরাজ বোম্বাই সরকারের দুর্নীতি। বোম্বাই সরকারকে কংগ্রেস ৪০ শতাংশ কমিশনের সরকার বলে দেগে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার সেই অভিযোগেরও পালটা দিলেনএকদিন পর তিনি নিজেই ব্যক্তিগতভাবে আক্রমণ করে বসলেন গান্ধী পরিবারের সদস্যদের। কর্ণাটকের এক সভা থেকে প্রধানমন্ত্রী দাবি করলেন, “কংগ্রেসের ‘রাজ পরিবার’ এবং তাঁদের সাঙ্গপাঙ্গরা সকলেই জামিনে মুক্ত হয়ে জেলের বাইরে রয়েছেন। যাঁরা নিজেরাই দুর্নীতির অভিযোগে জামিনে মুক্ত, তাঁরা আবার বড় বড় কথা বলছে।” আসলে রাজ পরিবার বলতে মূলত সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে নিশানা করেছেন। কংগ্রেসের এই দুই শীর্ষ নেতানেত্রীই ন্যাশনাল হেরাল্ড মামলায় জামিনে মুক্ত। এমনকী কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও হেরাল্ড মামলায় জামিনে। এখানেই শেষ নয়, আক্রমণের সুর আরও চড়িয়ে কোলরের সভা থেকে মোদির দাবি, কংগ্রেস ভোটভিক্ষা করতে তাঁকে সাপের সঙ্গে তুলনা করতেও ছাড়েনি। কিছুতেই আটকায় না কংগ্রেসের। তাঁর কথায়, “ভোটে কংগ্রেসের প্রচারে সবচেয়ে বড় বিষয় কী? সাপ! কখনও সাপের বিষ কখনও সাপের সঙ্গে আমার তুলনা করেছে ওরা।সাপ তো শিবের গলার শোভা বাড়ায়। আর আমার কাছে আমজনতাই ভগবান। তাই ঈশ্বররূপী জনতার গলার সাপ হতেও আমি রাজি।”