কলকাতা

আগামী ৭ মার্চ দুপুর দুটোতেই বসছে অধিবেশন

বিধানসভার অধিবেশন নিয়ে জটিলতা কাটলো। আগামী ৭ তারিখ দুপুর দুটোতেই বাজেট অধিবেশন ডাকলেন রাজ্যপাল। প্রথা অনুযায়ী রাজ্যপালের ভাষণ দিয়েই শুরু হবে বাজেট অধিবেশন। ১১ তারিখ পেশ হবে রাজ্য বাজেট। এদিন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বিধানসভায় গিয়েছিলেন। তাঁর সঙ্গে আলোচনার পরেই অধিবেশনের সময় পরিবর্তনের প্রস্তাবে সম্মত হন রাজ্যপাল। 
১২ ফেব্রুয়ারি সাংবিধানিক অধিকার প্রয়োগ করে বিগত বছরের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন রাজ্যপাল। মন্ত্রিসভার সুপারিশ মেনেই বিধানসভা ‘প্রোরোগ’ করেন তিনি। সেইদিনই পরিষদীয় দপ্তরের তরফে অধিবেশনের সমাপ্তি ঘোষণার জন্য আবেদন করা হয়। এরপর রাজ্যের তরফে পাঠানো সুপারিশে দেখা যায় রাত দু’টোয় অধিবেশন ডাকা হয়েছে। ধনখড় বিষয়টি নিয়ে টুইট করতেই রাজ্যের তরফে জানানো হয়েছে, সূচিপত্র টাইপ করতে গিয়েই বিপত্তি ঘটেছে। কিন্তু রাজ্যপাল সেই সূচি মেনেই অধিবেশন ডাকার বিষয়ে অনড় ছিলেন। অবশেষে সমাধান সূত্র বেরল।