জেলা

শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালটি পুরোপুরি অধিগ্রহণ করলো রাজ্য সরকার

প্রিয়াংকা সেনগুপ্ত, পশ্চিম মেদিনীপুরঃ এবার জিন্দাল গোষ্ঠীকে সরিয়ে শালবনী সুপার স্পেশালিটি হাসপাতাল পুরোপুরি অধিগ্রহণ করলো রাজ্য সরকার। তৈরি হল করোনা হাসপাতাল। শালবনী সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে সরে গেল জিন্দাল গোষ্ঠী। এর ফলে হাসপাতালটি অধিগ্রহণ করে সেখানে করোনা চিকিৎসার পরিকাঠামো তৈরি করল প্রশাসন৷ আজ বেলা ১১টা ৩০মিনিট নাগাদ সরকারি ভাবে সেই অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করে প্রশাসন ও স্বাস্থ্যদফতর৷ অতিরিক্ত জেলাশাসক জিন্দাল প্রসঙ্গ নিয়ে বঙ্গনিউজকে কিছু না বললেও জানান-জাতীয় মহামারি আইন অনুসারে যে কোনো স্থান জরুরী পরিস্থিতি ব্যবহার করা হয়ে থাকে৷ সুপার স্পেশালিটিকে কোভিড হাসপাতাল হিসেবে তৈরির করার উপযুক্ত মনে হওয়ায় তা অধিগ্রহণ করে কাজ শুরু হচ্ছে।