কলকাতা

চালু হচ্ছে ফুলবাগান পর্যন্ত মেট্রো

পরিকাঠামো দেখলেন সেফটি কমিশনার

কলকাতাঃ অনেক দিন আগেই ফুলবাগানস্টেশনের যাবতীয় কাজ শেষ হয়ে গিয়েছে। শীঘ্রই ইস্ট ওয়েস্ট মেট্রোর সঙ্গে জুড়তে চলেছে ফুলবাগান স্টেশন। তবে তার আগে শুক্রবার সকালেই স্টেশন পরিদর্শন করে কমিশনার অফ রেলওয়ে সেফটি বা রেলের সুরক্ষা কমিশনার। এখন আটকে শুধুমাত্র কমিশনার অফ রেলওয়ে সেফটি বা সিআরএসের ছাড়পত্রের অপেক্ষায়। শুক্রবার সকালে স্টেশন পরিদর্শন করে সিআরএসের টিম। ছিলেন মেট্রো কর্তারাও। সকাল ন’টায় সল্টলেক সেক্টর ফাইভ থেকে যাত্রা শুরু করেন অধিকারিকরা। স্টেশনের খুঁটিনাটি দেখে তাঁরা ফিরে যান। এবার পালা ছাড়পত্র পাওয়ার। সল্টলেক স্টেডিয়াম থেকে মেট্রো ছাড়ার পরেই ফুলবাগানে মাটির তলায় প্রবেশ করবে। এই অংশে সিগন্যালিং ব্যবস্থার পরীক্ষা চলছে প্রতি মুহূর্তে। এছাড়া স্বয়ংক্রিয় বাকি সমস্ত পরীক্ষার কাজ শেষ বলে সংস্থা সূত্রে খবর। সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম অবধি মেট্রো চালিয়ে ইতিমধ্যেই ট্রেনিং সেরে ফেলেছেন চালকেরা। তাই সুড়ঙ্গ পথে আর নতুন করে সেই পরীক্ষা করতে হবে না। অন্যদিকে, সেক্টর ফাইভ থেকে ফুলবাগান অবধি মেট্রো চালালে ট্রেনের অভিমুখ বদলের জায়গা প্রস্তুত করতে হবে।