করোনার জেরে বদলে গেল ‘টাইগার থ্রি’-র শ্যুটিং লোকেশন। আগে শোনা গেছিল ‘টাইগার থ্রি’-র শ্যুটিং দুবাইয়ে শুরু করবেন সলমন খান এবং ক্যাটরিনা কইফ। কিন্তু বর্তমানে সেখানে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়াতে শ্যুটিং লোকেশন বদলে ফেলা হয়েছে। দুবাইয়ের বদলে এবার ইস্তানবুলে হবে এই ছবির শ্যুটিং। সলমন খান অভিনীত অন্যতম জনপ্রিয় ও চর্চিত ফিল্ম সিরিজ ‘টাইগার’। এবার এই সিরিজের নির্মাতা সংস্থা যশ রাজ ফিল্মস ‘টাইগার’ এর তিন নম্বর ছবি তৈরির কাজ জোরকদমে শুরু করেছে। ইতিমধ্যেই ইস্তানবুলে রেকি করতে পৌঁছে গেছে ছবির পরিচালক ও তাঁর টিম। শেষ পাওয়া খবরে জানা গেছে ইস্তানবুলের লোকেশন ও পারিপার্শ্বিক অবস্থা দেখে তাঁরা খুশি। সুতরাং নাকি ঠিক করা হয়েছে ‘টাইগার থ্রি’-র শ্যুটিং আপাতত ইস্তানবুলেই শুরু করা হোক। অন্যদিকে,দুবাইয়ে করোনার প্রকোপ কমার পর সেখানে না হয় ছবির শ্যুটিং শুরু করা যাবে। প্রসঙ্গত ‘ ফ্যান ‘ ছবি খ্যাত পরিচালক মনীশ শর্মা বসতে চলেছেন ‘ টাইগার থ্রি ‘ ছবির পরিচালকের আসনে। উল্লেখ্য, এই ছবিতে সলমনকে দুর্দান্ত ফিট অবতারে দেখা যাবে। ইতিমধ্যেই তার জন্য নামকরা এক ফিটনেস ট্রেনারের নির্দেশে শরীরচর্চা শুরু করে দিয়েছেন ‘ ভাইজান ‘।