কলকাতা

বন্ধ গঙ্গার লকগেট, কলকাতায় জলযন্ত্রণা বাড়ার আশঙ্কা

রাতভর বৃষ্টির জেরে কলকাতার বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে। ক্রমাগত বৃষ্টির জেরে জলে ভাসছে কলকাতা। যার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমশ ব্যাহত হচ্ছে। এরই মধ্যে আবার সতর্কবার্তা জারি করেছে প্রশাসন। কলকাতার নিকাশি ব্যবস্থা অনেকটাই গঙ্গার জোয়ার-ভাঁটার ওপরে নির্ভরশীল। গতকাল রাতে জোয়ার ছিল। লকগেট বন্ধ থাকায় সেই সময় টানা বৃষ্টির জেরে জল জমেছে। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টে পর্যন্ত যখন লকগেট বন্ধ থাকবে, তখনও শহরে জল জমার আশঙ্কা করা হচ্ছে। কলকাতা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই গঙ্গার জলস্তর বাড়তে চলেছে। যার ফলে কলকাতা পুরসভার তরফ থেকে গঙ্গার লকগেট বন্ধ করার কাজ শুরু হয়েছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, আজ দুপুর ১২.৫৯ মিনিটে গঙ্গার জলস্তর হবে ৫.৫৮ মিটার। তাই আগে থাকতে সতর্ক হয়েছে প্রশাসন। সোমবার সকাল ১০.৩০ থেকে বিকেল তিন’টে পর্যন্ত গঙ্গার লক গেট বন্ধ করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, এই সময়কালের মধ্যে যদি শহর জুড়ে বৃষ্টি নামে তাহলে কলকাতা শহরের বুকে জল জমবে। তবে বিকেল তিনটের পর লক গেট খুলে দিলে জল আবার বেরিয়ে চলে যাবে বলে জানানো হয়েছে।