নয়াদিল্লিঃ দিল্লির ছত্তরপুর এলাকায় তৈরি হল বিশ্বের বৃহত্তম কোভিড কেয়ার সেন্টার। রবিবার এই সেন্টারের উদ্বোধন করেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজাল। এর নাম দেওয়া হয়েছে সর্দার বল্লভভাই প্যাটেল কোভিড কেয়ার সেন্টার। এখানে একসঙ্গে ১০ হাজার কোভিড সংক্রামিতের চিকিৎসা করা যাবে। ১৭০০ ফুট লম্বা এবং ৭০০ ফুট চওড়া এই কোভিড হাসপাতাল। ইন্দিরা গান্ধি বিমানবন্দরের কাছে প্রতিরক্ষা মন্ত্রকের এক বিশাল জমিতে অস্থায়ীভাবে এই হাসপাতাল গড়ে উঠেছে। সেন্টারটির ২০০টি ভাগ রয়েছে। প্রতি ভাগে ৫০টি শয্যা আছে, অর্থাৎ মোট বেড রয়েছে ১০ হাজার। এর ১০ শতাংশ মানে ১০০০ বেডে অক্সিজেনের সুবিধা রয়েছে। ২৫০টি বেডে আইসিইউ-র ব্যবস্থা আছে। হাসপাতালের প্রশাসনিক দায়িত্বে আছে দিল্লি সরকার।