বক্স অফিসে চলছে পুষ্পা ২-এর দাপট ৷ এর মধ্যেই শুরু ফের তরজা ৷ পুষ্পা ২-এর প্রিমিয়ারে পদপিষ্টের ঘটনায় আল্লু অর্জুনকে নিয়ে তির্যক মন্তব্য করেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি ৷ পাল্টা সুপারস্টারও শনিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে জানান, কোনও বিভাগ বা রাজনীতিবিদকে দোষ দিতে চাই না। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে ৷ আমার ভাবমূর্তিকে কালিমালিপ্ত করা হচ্ছে ৷” পাশাপাশি পুষ্পারাজ এদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, “সন্ধ্যা থিয়েটারে দুর্ঘটনা নিয়ে একাধিক ভুল তথ্য, ভুয়ো খবর সোশাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে। ৪ ডিসেম্বরের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক ৷ মৃত মহিলার পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে ৷ আমি প্রতি ঘণ্টায় তাঁর চিকিৎসাধীন ছেলের অবস্থা সম্পর্কে আপডেট নিচ্ছি ৷ আগের থেকে সে এনেকটাই ভালো আছে ৷ তবে অনেক ভুল তথ্য আছে, কোনও বিভাগ বা রাজনীতিবিদকে দোষ দিতে চাই না। আমার ভাবমূর্তিকে কালিমালিপ্ত করা হচ্ছে৷” গত ৪ ডিসেম্বরের দুর্ঘটনার দিন পুলিশের অনুমতি উপেক্ষা করে আল্লু অর্জুন থিয়েটারে গিয়েছিলেন ৷ থিয়েটারে প্রবেশের আগে ও প্রস্থানের আগে অভিনেতা তাঁর গাড়ির কাচ নামিয়ে হাজার হাজার ভক্তদের উদ্দেশে হাত নাড়িয়ে ছিলেন ৷ সুতরাং অভিনেতা ওই ভিড়কে সমর্থন জানিয়েছেন ৷ এরপরই পাল্টা সাংবাদিক বৈঠক করেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ৷