কলকাতা

ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার পরে কতজন সুস্থ বা অসুস্থ আছে তার কোন তথ্য নেই, কলকাতা হাইকোর্টকে জানাল কেন্দ্র

করোনার ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার পরে কতজন সুস্থ? কতজন অসুস্থ? এদিন কেন্দ্রের কাছে জানতে চাইতে অবাক কাণ্ড। দেশে টিকাকরণ নিয়ে সুপ্রিম কোর্টের পাশেই কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল একটি জনস্বার্থ মামলা। যার ভিত্তিতে আজ শুনানিতে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল কেন্দ্রকে জিজ্ঞাসা করেন, ভ্যাকসিন প্রাপকদের মধ্যে কতজন সুস্থ ও অসুস্থ? যার উত্তরে কেন্দ্র জানিয়ে দেয় এই বিষয়ে তাঁদের কাছে কোনও তথ্যই নেই। কেন্দ্র সাফাই দিয়ে জানায়, সেটা জানার জন্য পর্যাপ্ত পরিকাঠামোই এই মুহূর্তে নেই। তবে এই তথ্য পেতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে সকল রাজ্যকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত সলিসিটর জেনারেল। প্রশ্ন এখানেই গোটা দেশে সার্বজনীন পদ্ধতিতে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। কেন্দ্রের নিজস্ব পোর্টাল রয়েছে তাও কীভাবে তথ্য নেই কেন্দ্রের কাছে? এটা মানুষের জীবন ও জীবিকা নিয়ে ছিনিমিনি খেলা নয়? যদিও এদিনও রাজ্যের ঘাড়ে দায় চাপিয়ে কেন্দ্রের তরফে সলিসিটার জেনারেল জানিয়েছেন, করোনার দুই ডোজ টিকা নেওয়ার পর ঠিক কত সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন, সেই তথ্য রাজ্য সরকারগুলিকেও জানাতে হবে। টিকাকরণ পরবর্তী সমস্ত তথ্য যাতে বিশদে পাওয়া যায়, তার জন্য একটি গাইডলাইনও তৈরি করা হচ্ছে বলে আদালতকে জানিয়েছে কেন্দ্র। রাজ্যের কাছে থেকে সংশ্লিষ্ট তথ্য পাওয়ার পরই সেই গাইডলাইন অনুযায়ী করোনার সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলির ওয়েবসাইটে সেই তথ্য আপলোড করে দেওয়া হবে। এদিন আদালতে জানিয়েছেন কেন্দ্রের আইনজীবি।