জেলা

আকাশ থেকে পড়ল  মিসাইলের মতো বস্তু, পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে চাঞ্চল্য

দিন দুপুরে আকাশ থেকে বিকট শব্দে মাটিতে পড়ল বিশাল এক ধাতব বস্তু। স্থানীয়দের দাবি, ওই বস্তুটি দেখতে অনেকটাই ক্ষেপণাস্ত্রের মতো। জিনিটি আসলে কী তা বুঝে উঠতে পারছেন না এলাকার মানুষজন। ঘটনাস্থলে এল পুলিস। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় পশ্চিম মেদিনীপুর জেলায়। গোয়ালতোড় থানার শিওরবনি গ্রামে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার মাটির খুব কাছ দিয়ে উড়ে যাচ্ছিল বিমানটি। তখনই বিমানের একটি অংশ ভেঙে মাটিতে পড়ে। বস্তুটির খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছেন খড়গপুর বায়ুসেনার কর্মীরাও। স্থানীয়দের দাবি ওই বস্তুটি আকাশ থেকে পড়েছে। সেই সময় উড়ে যাচ্ছিল একটি বিমান। জিনিসটি কিসের অংশ বা আসলে কী তা এখনও স্পষ্ট নয়। নলাকার ওই বস্তুটি লম্বার ১০ ফুটের কাছাকাছি। ব্যাসার্ধ হবে ৩ ফুটের কাছাকাছি। গোয়ালতাডে়র কাছেই রয়েছে কলাইকুন্ডা বায়ুসেনা ঘাঁটি। তাই সেখানে থেকেও আসছেন বায়ুসেনা কর্মীরা।