দেশ

এবার ভোট পরবর্তী হিংসা মামলায় ক্যাভিয়েট দাখিল সুপ্রিম কোর্টে

এবার ভোট পরবর্তী হিংসার মামলায় সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল হল। ভোট পরবর্তী হিংসা নিয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলাকারী অনিন্দ্যসুন্দর দাসই দাখিল করলেন ক্যাভিয়েট। হাই কোর্টের রায়ের ভিত্তিতে সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য। শীর্ষ আদালতে রাজ্য আবেদন করলে যাতে আদালত এক তরফা শুনানি না করে, সেই কারণেই ক্যাভিয়েট দাখিল করা হল, জানালেন অনিন্দ্য। বৃহস্পতিবার ভোট পরবর্তী মামলার রায়ে বিশেষ তদন্তকারী দল (সিট) ও সিবিআই-এর উপর হিংসার অভিযোগের তদন্ত করতে নির্দেশ দেয় হাই কোর্ট। আদালত পর্যবেক্ষণে জানায়, জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে কোথাও নিরপেক্ষতা লঙ্ঘিত হয়নি। শুধু অভিযোগ নথিভুক্ত হয়েছে। ভোট পরবর্তী হিংসার অভিযোগের ভিত্তিতে গ্রাউন্ড রিপোর্ট তৈরি করে কমিশন। সেখানে খুন, ধর্ষণের ঘটনায় সিবিআই তদন্তের সুপারিশ করেছিল কমিশন। পাশাপাশি বলা হয়েছিল সিট ঘটনার কথাও। আদালত বৃহস্পতিবার সেই নির্দেশই বহাল রাখল। উল্লেখ্য, আজই ভোট পরবর্তী অশান্তি মামলায় সিবিআইকে তদন্ত ভার দিল হাইকোর্টের বৃহত্তম বেঞ্চ। আজ মামলার রায় ঘোষণা করে কলকাতা হাইকোর্ট। খুন, অস্বাভাবিক মৃত্যু, ধর্ষণের মতো গুরুতর মামলার তদন্তে সিবিআই। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মামলার তদন্তে গঠন করা হয়েছে ৩ সদস্যের সিট। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে কাজ করবে সিট। অন্যদিকে সূত্রের খবর, এই রায়ে স্পষ্টতই খুশি নয় রাজ্য়ের শাসকদল তৃণমূল কংগ্রেস। কারণ এটা রাজ্য সরকারের কাছে বড় ধাক্কা। শাসকদলের প্রশ্ন, বাংলার বারবার সিবিআই তদন্ত কেন? সূত্রের খবর, এই রায়ের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে আবেদন করার চিন্তাভাবনা করছে রাজ্য় সরকার।