এবার তৃণমূলের যুবনেতা চঞ্চল বক্সী খুনের কান্ডে পুলিশে জালে দুই ‘সুপারি কিলার’। গতকাল রাতে দুর্গাপুর এবং সাঁইথিয়ায় হানা দিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার পুলিশের দু’টি দল। শনিবার বর্ধমান আদালতে তোলা হলে তাদের আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। সূত্রে খবর, ধৃতদের নাম মহম্মদ ইমরান কুরেশি এবং শেখ শের আলি। দু’জনেরই বয়স ২৮। ইমরানের বাড়ি দুর্গাপুরের ডিভিসি মোড়ের কাছে ভবানী পল্লিতে। অন্য দিকে, বীরভূম জেলার দুবরাজপুরের বাসিন্দা শের আলি। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট আট জনকে গ্রেফতার করা হল। বৃহস্পতিবার পুলিশের জালে ধরা পড়েছিল মহম্মদ ইমতিয়াজ ওরফে পিন্টু এবং মহম্মদ পাপ্পু নামে ভিন্ রাজ্যের দু’জন বাসিন্দা। বিহারের মুঙ্গের জেলার মির্জাপুর থানার বর্ধা গ্রামের ওই দু’জনকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়। ঝাড়খণ্ডের কুন্দাহিট থানা এলাকায় গিয়ে সেখানকার পুলিশের সহযোগিতায় মোবাইল টাওয়ারের লোকেশন দেখে স্থানীয় একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করে আউশগ্রাম থানার পুলিশ। ওই দু’জনকে জিজ্ঞাসাবাদ করে শুক্রবার ইমরান এবং শের আলিকে গ্রেফতার করা হয়।