জেলা

এবছর হচ্ছে না জেনপাস প্রবেশিকা পরীক্ষা

অবশেষে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজাম বোর্ড তা বিজ্ঞপ্তি প্রকাশ করেই জানিয়ে দিয়েছে যে এবছর হচ্ছে না জেনপাস (ইউজি) প্রবেশিকা পরীক্ষা। । পরীক্ষাটি হবে নাকি বাতিল হবে, তা নিয়ে ছাত্রছাত্রীরা উৎকণ্ঠায় ছিলেন। বহুদিন আগেই এই পরীক্ষার ফর্ম পূরণ হয়ে গিয়েছিল। কিন্তু পরীক্ষার বিষয় মুখে কুলুপ এঁটে ছিল জয়েন্ট বোর্ড। অবশেষে তারা জানিয়েছে, কোভিড পরিস্থিতির কারণে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। উচ্চ মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে কোর্সগুলোতে ভর্তি নেওয়া হবে।